আমি স্বপনে রয়েছি ভোর, সখী, আমারে জাগায়ো না। আমার সাধের পাখি যারে নয়নে নয়নে রাখি তারি স্বপনে রয়েছি ভোর, আমার স্বপন ভাঙায়ো না। কাল ফুটিবে রবির হাসি, কাল ছুটিবে তিমিররাশি– কাল আসিবে আমার পাখি, ধীরে বসিবে আমার পাশ। ধীরে গাহিবে সুখের গান, ধীরে ডাকিবে আমার নাম। ধীরে বয়ান তুলিয়া নয়ান খুলিয়া হাসিব সুখের হাস। আমার কপোল ভ’রে শিশির পড়িবে ঝ’রে– নয়নেতে জল, অধরেতে হাসি, মরমে রহিব ম’রে! তাহারি স্বপনে আজি মুদিয়া রয়েছি আঁখি– কখন আসিবে প্রাতে আমার সাধের পাখি, কখন জাগাবে মোরে আমার নামটি ডাকি॥ প্রেম https://rabindra-rachanabali.nltr.org/node/6495
Read Moreপ্রিয় আমার তোমার মুখের একটি শব্দ শোনার জন্য অনায়াসে আমি করতে পারি পৃথিবীর সব অসাধ্য সাধন । মেঘ করে এসেছে আকাশে আজ সকাল থেকে মেঘ আমার হৃদয়ে ও আজ একটি মাত্র লাল পাতা দোলে জানালার ধারে বৃহৎ গাছের শূন্য বুক থেকে । তুমি এলে না তো আজ তাই শুধু মোর মনে । তাই পৃথিবী দেখায় […]
Read Moreবড় ইচ্ছে করে প্রতিদিন তোমাকে দেখি তবু দাবী করতে পারিনে ভয় পাই । কত দূরের থেকে তোমাকে দেখা কত দূরের থেকে তোমার কাছে আসতে চাওয়া পাওয়া যায় না তো কাছের মতন তবুও আনন্দে ভরে মন তোমাকে দূর থেকে দেখেও ।
Read Moreবেলা এল পড়ে হেমন্তের বিকালে গাছ গুলি পাতা হীন । দুইদিন আগে যে কমলা পাতা রঙিন করেছিল গাছের বুক তারা গেল কই? কোন সুদূরে ? বসে বসে ভাবি আর মনে আসে জন্মভূমির হেমন্ত আর শীতের বিকাল , হালকা হলুদ আলো তে ভরা আকাশ আজকের মতই, ধোঁয়া মাখা কুয়াশা তে ভরা শহর এক, শিশু এক সেখানে, […]
Read More“আমি ভালবাসি তোমাকে “ এই টুকু লিখে থাকি বসে চুপ করে । নীল আকাশ জানলা দিয়ে উঁকি মারে পাতা বদলায় রঙ যেন পলকে পলকে, মেঘের ধূসর পাহাড়ে সোনা রোদ্দুর ভাসায় আমার ঘর চকিতে চকিতে। ,ওদের পানে চেয়ে থাকি এক দৃষ্টে , আরও কিছু শব্দের জন্য। পাইনা। আর যা কিছুই লিখতে যাই , শক্তিশালী হয়না তা […]
Read MorePhotographer: Danish Siddiqui. One picture tells you everything about who the human being , photojournalist Danish Siddiqui was, who lost his life in Kandahar on yesterday, at the age of 38 . My respect!!
Read MoreRest in Power !
Reuters photojournalist Danish Siddiqui killed in Afghanistan – Telegraph India Indian photojournalist Danish Siddiqui killed in Afghanistan’s Kandahar Province; India takes up matter at UNSC – The Hindu “Mr. Siddiqui was known for his compassionate photographic coverage of current developments in South Asia. In recent years his photographs of the Rohingya refugees who were displaced […]
Read More Rest in Power !দিনশেষে
বিস্তীর্ণ জলের ওপর মেঘলা আকাশের শেষ আলো সবুজ ঘাসের ওপর হলুদ বাটার কাপ ফুল আর সাদা তুলো ফুল একটা কুকুর , একটা রবিন আর একটা অকেজো মানুষ বসে আছে সেখানে রবিন ভয়ে পায় না অকেজো মানুষ কে, সে দেখায় তার মুখে ধরা কেঁচো অকেজো মানুষ কে “এটা মাটি খুঁড়ে বার করেছি আমি , নিয়ে যাব […]
Read More দিনশেষেআমার পরান লয়ে কী খেলা খেলাবে ওগো পরানপ্রিয়। কোথা হতে ভেসে কূলে লেগেছে চরণমূলে তুলে দেখিয়ো॥ এ নহে গো তৃণদল, ভেসে আসা ফুলফল– এ যে ব্যথাভরা মন মনে রাখিয়ো॥ কেন আসে কেন যায় কেহ না জানে। কে আসে কাহার পাশে কিসের টানে। রাখ যদি ভালোবেসে চিরপ্রাণ পাইবে সে, ফেলে যদি যাও তবে বাঁচিবে কি ও॥ প্রেম ৩১ | রবীন্দ্র রচনাবলী (nltr.org)
Read Moreবসন্তের শেষ হল কোলকাতা তোমার এখন!
বসন্তের শেষ হল কোলকাতা তোমার এখন! এখন তোমার বৈশাখী ঝড়ে র দিন সোঁদা মাটির ঘ্রাণ কি উঠেছে তোমার বুকে এতদিনে? পাঁচমাথার মোড় থেকে মানিকতলার মোড়ে তোমার সেই পুরনো করুণ গলিতে ছড়িয়েছে সে ঘ্রাণ আবার ? বৃষ্টি কি এই এল বলে তোমার গাঢ় মেঘলা আকাশে ? আর আর ওই সদ্য কিশোরীর বুকে যে প্রথম পরেছে শাড়ি? […]
Read More বসন্তের শেষ হল কোলকাতা তোমার এখন!As a young human, never knew what I wanted to become, when I grow old, Now when I am old, still do not know what I want to be But on that night when blood poured out from mouth and nose to keep the brain steady, I thought , not with fear , but with […]
Read Moreমুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।-শঙ্খ ঘোষ
একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্যে গলির কোণে ভাবি আমার মুখ দেখাব মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। একটা দুটো সহজ কথা বলব ভাবি চোখের আড়ে জৌলুশে তা ঝলসে ওঠে বিজ্ঞাপনে,রংবাহারে। কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত খুবই হা রে আমার বাড়িয়ে বলা হা রে আমার জন্ম ভূমি। বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সাথে ওতপ্রত […]
Read More মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।-শঙ্খ ঘোষরুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
খুব কাছে এসো না কোন দিন যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে এ চোখ থেকে ঐ চোখের কাছে থাকা এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে অবিরাম বয়ে চলা । যে কাছাকাছির মাঝে বিন্দু খানেক দূরত্বও আছে মেঘের মেয়ে অতো কাছে এসোনা কোন দিন দিব্যি দিলাম মেঘের […]
Read More রুদ্র মুহম্মদ শহিদুল্লাহSankho Ghosh (1931-2021)
দুপুরে রুক্ষ গাছের পাতারকোমলতাগুলি হারালে-তোমাকে বকব, ভীষণ বকবআড়ালে ।যখন যা চাই তখুনি তা চাই ।তা যদি না হবে তাহলে বাঁচাইমিথ্যে, আমার সকল আশায়নিয়মেরা যদি নিয়ম শাসায়দগ্ধ হাওয়ার কৃপণ আঙুলে-তাহলে শুকনো জীবনের মূলেবিশ্বাস নেই, সে জীবন ছাই!মেঘের কোমল করুণ দুপুরসূর্যে আঙুল বাড়ালে-তোমাকে বকব, ভীষণ বকবআড়ালে ।। আড়ালে – শঙ্খ ঘোষ
Read More Sankho Ghosh (1931-2021)I sing your name
Song by Jyotirindranath Tagore
ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে ভঙ্গে তরঙ্গে নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে সুন্দর মধু ঋতু আইলো রে] চন্দ্র কিরণে দিক প্লাবিল রে আজি বিশ্বজগৎ সুখে ভাসিল রে প্রেম হৃদয় মাঝে জাগিল রে সুন্দর মধু ঋতু আইলো রে যুত মুকুল নব হেরিয়া পিক সব ললিত মধুর স্বরে গাইছে রে লতিকা তরু তনু আশ্রিষ্টা বিহগী প্রিয়রব আকৃষ্টা […]
Read More Song by Jyotirindranath TagoreShei bhalo shei bhalo
Purano janiya
পুরানো জানিয়া চেয়ো না আমারে আধেক আঁখির কোণে অলস অন্যমনে। আপনারে আমি দিতে আসি যেই জেনো জেনো সেই শুভ নিমেষেই জীর্ণ কিছুই নেই কিছু নেই, ফেলে দিই পুরাতনে॥ আপনারে দেয় ঝরনা আপন ত্যাগরসে উচ্ছলি – লহরে লহরে নূতন নূতন অর্ঘ্যের অঞ্জলি। মাধবীকুঞ্জ বার বার করি বনলক্ষ্মীর ডালা দেয় ভরি – বারবার তার দানমঞ্জরী নব নব ক্ষণে ক্ষণে॥ তোমার প্রেমে যে লেগেছে আমায় চিরনূতনের সুর। সব কাজে […]
Read More Purano janiyaMita Haque
One of my favourite Rabindrasangeet singers Mita Haque died today from Covid . This is the first song that I heard in her voice. My heart is very heavy today!!Rest in Peace!! Thank you for your songs!!
Read More Mita Haqueআমার বসন্তগান তোমার বসন্তদিনে ধ্বনিত হউক ক্ষণতরে হৃদয়স্পন্দনে তব ভ্রমরগুঞ্জনে নব পল্লবমর্মরে আজি হতে শতবর্ষ পরে । May spring song reverberate in your spring day for few moments In your heartbeat , in the song of bees, in the rustling of new leaves , Hundred years from today. (Translation of Part of Rabindranath Tagore’s poem […]
Read MorePalm tree/April is the Month of Poetry
তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে সাধ, কালো মেঘ ফুঁড়ে যায় একেবারে উড়ে যায় ; কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে, বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝর থত্থর কাঁপে পাতা – পত্তর, ওড়ে যেন ভাবে ও, […]
Read More Palm tree/April is the Month of PoetryHappy Birthday Maya Angelou !!
You declare you see me dimly through a glass which will not shine, though I stand before you boldly, trim in rank and marking time. You do own to hear me faintly as a whisper out of range, while my drums beat out the message and the rhythms never change. Equality, and I will be […]
Read More Happy Birthday Maya Angelou !!random thoughts
Flowers of spring, Songs of Birds, Sound of river, Fragrance of earth. What more a human wants? Everything after those, are just extra . Why will one care for extra when one can sleep peacefully in the midst of nowhere with only flowers and trees and bird call ?
Read More random thoughtsNever found a rose
Never found a rose As deep red as the color of my own heart, Never saw an ocean Whose waves are as turbulent as my own mind. What a human is to others, could it be just an essence of that human ? Truth probably only resides with the self, and yet does one knows […]
Read More Never found a roseBoth Sides Now by Joni Mitchell Rows and floes of angel hairAnd ice cream castles in the airAnd feather canyons everywhereI’ve looked at clouds that way But now they only block the sunThey rain and snow on everyoneSo many things I would have doneBut clouds got in my way I’ve looked at clouds from both […]
Read MoreApril is the national poetry month/favourite poems
Time present and time past Are both perhaps present in time future, And time future contained in time past. If all time is eternally present All time is unredeemable. What might have been is an abstraction Remaining a perpetual possibility Only in a world of speculation. What might have been and what has been Point […]
Read More April is the national poetry month/favourite poemsজীবন আমার চলছে যেমন তেমনি ভাবেসহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে॥ চলার পথে দিনে রাতে দেখা হবে সবার সাথে–তাদের আমি চাব, তারা আমায় চাবে॥ জীবন আমার পলে পলে এমনি ভাবেদুঃখসুখের রঙে রঙে রঙিয়ে যাবে॥ রঙের খেলার সেই সভাতে খেলে যে জন সবার সাথেতারে আমি চাব, সেও আমায় চাবে॥ Life of mine will keep on moving, […]
Read MoreThe most important things
The most important thing in this world- Is to be able to breathe under the blue sky, as the green pasture lays ahead of you.. The most important thing in this world- Is to be able to gaze your loved’ one’s face-in the water of two trusting eyes.. The most important thing in this world- […]
Read More The most important thingsMe and …
Poetry is a song for which music is silent Sometime Poetry has words Sometime Poetry does not But always has bird feathers, footsteps , rocks, sky, river, and Love Poetry is a song for which music is silent Where hope is born like a new born baby, every single moment, In the midst of nothingness, […]
Read More Me and …Sound of an evening
পাগল যে তুই, কন্ঠ ভরে জানিয়ে দে তাই সাহস করে॥ দেয় যদি তোর দুয়ার নাড়া থাকিস কোণে, দিস নে সাড়া– বলুক সবাই ‘সৃষ্টিছাড়া’, বলুক সবাই ‘কী কাজ তোরে’॥ বল্ রে, ‘আমি কেহই না গো, কিছুই নহি, যে হই-না’। শুনে বনে উঠবে হাসি, দিকে দিকে বাজবে বাঁশি– বলবে বাতাস ‘ভালোবাসি’, বাঁধবে আকাশ অলখ ডোরে॥ বিচিত্র, ২৫ | রবীন্দ্র রচনাবলী (nltr.org) Crazy you are ! You need to […]
Read MoreWorld Poetry Day
A BIRD LIVED IN ME. A FLOWER TRAVELED IN MY BLOOD. MY HEART WAS A VIOLIN. I LOVED AND DIDN’T LOVE. BUT SOMETIMES I WAS LOVED. I ALSO WAS HAPPY: ABOUT THE SPRING,THE HANDS TOGETHER, WHAT IS HAPPY. I SAY MAN HAS TO BE! (HEREIN LIES A BIRD.A FLOWER.A VIOLIN.) “Epitaph” by Juan Gelman(May 3, […]
Read More World Poetry Dayএ জীবন ধুলার মত শেষ হয়েও হয় নাকো শেষ ধুলা চুরি করে নিয়ে গেছে যে মুখ গুলি,কবে যেন দেখেছি তাদের শেষ? এখন মুখ চলে গিয়ে ছায়া খালি মনে ভাসে, তবু মনে পড়ে,তবু স্মৃতি আর কথা গুলো শেষ হয়েও হয় নাকো শেষ। মৃত্যু, তুমিও কি ধুলার মতন? শেষ হয়েও হও নাকো শেষ? পথ হারা পাখি সব […]
Read Morein a cold day
Life is a dance that moves forward only. This video was inspired by many things. It especially was inspired by a movie called Limelight made by Charlie Chaplin. Very few movies that I saw in my life inspired me and moved me as much as the last scene of Limelight did when Calvero dies and […]
Read MoreDec 16, 2020/Happy 250th birthday Mr. Beethoven
Life is a dance. Each day is a Dance Day for all lives, from smallest to the biggest… so many trials and tribulations of so many.. we know only some tales , but most tales we do not know about , and through all the trials, each life dances and dances as each life moves […]
Read More Dec 16, 2020/Happy 250th birthday Mr. Beethoven“Truth will make us free someday”
Swans in an old wood of the world , once upon a time August 8. 2020/evening ” Beautiful, I never find your end… My night has passed by Now only the joy has remained throughout the universe ” – (Song of Rabindranath Tagore. Singer is unprofessional . Sincere apology to all for any mistake in […]
Read MoreSAY HER NAME
Through this passage
Sunset /Nov 7, 2020
When I will stop rowing my boat by this side of the bank, Who says I will not be here in that morning? In Everything you will see me, find me I will be here forever -Rabindranath Tagore
Read More Sunset /Nov 7, 2020ওগো কিশোর, আজি তোমার দ্বারে পরান মম জাগে। নবীন কবে করিবে তারে রঙিন তব রাগে॥ ভাবনাগুলি বাঁধনখোলা রচিয়া দিবে তোমার দোলা, দাঁড়িয়ো আসি হে ভাবে-ভোলা, আমার আঁখি-আগে॥ দোলের নাচে বুঝি গো আছ অমরাবতীপুরে– বাজাও বেণু বুকের কাছে, বাজাও বেণু দূরে। শরম ভয় সকলি ত্যেজে মাধবী তাই আসিল সেজে– শুধায় শুধু, ‘বাজায় কে যে মধুর মধুসুরে।’ গগনে শুনি একি এ কথা, কাননে কী যে দেখি। একি মিলনচঞ্চলতা, বিরহব্যথা একি। আঁচল […]
Read More“তোমার প্রেমে ভরা মন,মিছে দাও কাঁটার ব্যথা, সহিতে না পার তা আমার আঁখিজল,ওগো আমার আঁখিজল তোমায় করেগো চঞ্চলতাই নাই বুঝি বিফল আমার অশ্রু বরিশন। ” -অতুল্প্রসাদ সেন
Read Moreএকা মোর গানের তরী ভাসিয়েছিলাম নয়ন-জলে। সহসা কে এলে গো এ তরী বাইবে ব’লে যা ছিল কল্পমায়া, সে কি আজ ধরল কায়া? কে আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে। কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত-বেলায়? হলে না সুখের সাথী জীবনের প্রথম দোলায়। বুঝি মোর করুণ গানে ব্যথা তাঁর বাজল প্রাণে, এলে কি দু’কুল […]
Read Moreহৃদয় যে সুরে গান গায় মোর সেই সুর আমি চিনি । সে গায় তোমাকে ভালবাসার গান, প্রতি প্রভাতে , প্রতি গোধূলি বেলায় , প্রতি নিশীথে । যদি জিজ্ঞাসা কর আমার সত্য পরিচয় বলবঃ হৃদয় মোর গান গায় খালি তোমাকে ভালবাসার গান । এর চেয়ে পরম সত্য কী আছে জানি না আমি তো আর। যদি শুধাও […]
Read More